গৌরনদীতে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বিরম্বনা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদীর প্রাণকেন্দ্র বাসষ্ট্যান্ড সুপার মার্কেটসহ খাঞ্জাপুর ইউনিয়নে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বিরম্বনায় গ্রাহকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি ভিত্তিতে এ সমস্যা সমাধানের জন্য ভুক্তভোগীরা গ্রামীণ ফোনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে, গৌরনদী বাসষ্ট্যান্ড সুপার মার্কেটসহ খাঞ্জাপুর ইউনিয়নের ২৮টি গ্রামে দীর্ঘদিন থেকে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা ঘরের মধ্যে প্রবেশ করা মাত্রই গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বিরম্বনা চলে আসছে। এ সমস্যা সমাধানের জন্য স্থানীয় গ্রামীণ ফোনের প্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ দেয়া সত্বেও কোন সুষ্ঠ সমাধান মেলেনি। গৌরনদী বাসষ্ট্যান্ড সুপার মার্কেটের ব্যবসায়ী ইমতিয়াজ আহম্মেদ কোরাইশী সোহাগ জানান, মার্কেটের মধ্যে দীর্ঘদিন থেকে শুধুমাত্র গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বিরম্বনা দেখা দেয়ার পর স্থানীয় গ্রামীণ ফোনের প্রতিনিধিদের কাছে অভিযোগ দিয়েছেন। দীর্ঘদিনেও এরকোন সুষ্ঠ সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে অন্যান্য কোম্পানীর সিম কার্ড ব্যবহার করছেন। খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ এমদাদ হোসেন হাওলাদার জানান, ২৮টি গ্রাম নিয়ে গঠিত ইউনিয়নটিতে প্রায় লক্ষাধিক লোকের বসবাস। এরমধ্যে অধিকাংশ পরিবারের লোকজন প্রবাসে কিংবা দেশের বাহিরে চাকুরীতে কর্মরত রয়েছেন। এছাড়াও এ ইউনিয়নে রয়েছে ১৮টি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাধ্যমিক বিদ্যালয়, তিনটি ব্যাংকসহ ১০টি এনজিও। এছাড়াও ইউনিয়নের সবচেয়ে বৃহৎত ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে বাকাই বাজারে। এসব এলাকার লোকজন ও ব্যবসায়ীরা গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বিরম্বনায় তাদের প্রবাসী স্বজনসহ গুরুতপূর্ণ খবরা খবর নিতে পারছেন না। ফলে চাহিদা থাকা সত্বেও তারা কেবলমাত্র নেটওয়ার্ক বিরম্বনার জন্য এখন বাধ্য হয়ে অন্যান্য কোম্পানীর সীম কার্ড ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।