মালয়েশিয়া যাওয়ার সুযোগে লটারী জিতে ওরা মহাখুশি

নিজস্ব সংবাদদাতা ॥ মাত্র ৪০ হাজার টাকায় লটারীর মাধ্যমে সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পেয়ে বরিশালের ৬১১ জন বেকার যুবকেরা আজ মহাখুশী। হাজার-হাজার মানুষের মধ্য থেকে লটারীতে বিজয়ী হওয়ায় ওরা নিজেদের অনেক ভাগ্যবান ব্যক্তি মনে করছেন। আর এমন সুযোগ সৃষ্টি করে দেয়ায় ওরা প্রধানমন্ত্রী সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন।

লটারী বিজয়ীরা জানান, তাদের পক্ষে ৩ থেকে ৪ লক্ষ টাকা ব্যয় করে কখনোই বিদেশ যাওয়া সম্ভব হতোনা। বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের দারিদ্র কৃষক মোঃ আব্দুল ছালাম হাওলাদার বলেন, লটারী বিজয়ী হয়ে তিনি অত্যন্ত খুশি। কেননা তার পক্ষে বিপুল অংকের অর্থ ব্যয় করে বিদেশে যাওয়া কোন দিনই সম্ভব হতো না। শুধু সুবিধা ভোগিরাই নন, সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল শ্রেনী ও পেশার মানুষ। সূত্রমতে, বরিশালের ১০ উপজেলায় ১৮ হাজার আবেদনকারীদের মধ্যে ৬১১ জন লটারী বিজয়ী হন। গত ১৬ জানুয়ারি বিকেলে জেলা প্রশাসক মোঃ শহিদুল আলম এ লটারীর ফলাফল ঘোষনা করেন।