বরিশালে মানবধিকার কর্মী পাপিয়া হত্যার আসামি অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বরিশালের চাঞ্চল্যকর পাপিয়া হত্যা মামলার পলাতক আসামিকে পাইপগান ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে র‌্যাব-৮’র সদস্যরা। বুধবার রাতে গ্রেফতারকৃত মামুন মোর্শেদ ওরফে তুহিন (৩৮) নগরীর বিএম কলেজ রোড এলাকার হাসেম কুঠিরের মৃত আবুল কালাম আজাদের পুত্র।

গতকাল বৃহস্পতিবার র‌্যাবের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মামুন মোর্শেদ ওরফে তুহিন মানবধিকার কর্মী দিলরুবা হক পাপিয়ার স্বামী। ২০০৫ সনের ৩ নবেম্বর মানবাধিকার কর্মী দিলরুবা হক পাপিয়াকে তার স্বামী মামুন মোর্শেদ ওরফে তুহিন নির্মমভাবে হত্যা করে। এ ঘটনার পর থেকে ঘাতক তুহিন পলাতক ছিলো। বুধবার রাত সাড়ে আটটার দিকে র‌্যাব-৮ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ তুহিনকে গ্রেফতার করে।  কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) গোলাম কবির জানান, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত তুহিনকে থানায় সোর্পদ করেছে।