আলোকিত মানুষ গড়ার একজন সাদা মনের মানুষ ছিলেন সর্বজন শ্রদ্ধেয় আমাদের বি,কম স্যার

মণীষ চন্দ্র বিশ্বাস : আলোকিত মানুষ গড়ার একজন সাদা মনের মানুষ সর্বজন শ্রদ্ধেয় আমাদের বি,কম স্যার, হ্যাঁ আমাদের বি,কম স্যার যিনি হিসাব বিঙ্গানের শিক্ষক হলেও তিনি ছিলেন সব শ্রেনীর পাঠ্য পুস্তকের উপর পারদর্শী ,তাইতো ১৯৬৪সালে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা শুরু করলেও  সেই সময় স্যারকে গৌরনদী কলেজের তৎকালীন অধ্যক্ষ আব্দুর রহমান মোল্লা নিয়ে যান কলেজের হিসাব বিঙ্গানের ক্লাস নিতে। আমরা যারা বরিশালের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র একমাত্র তারাই শুধু না- স্যারকে যারা কাছ থেকে দেখেছে তাদেরও বলতে হবে তিনি ছিলেন একজন মানুষ গড়ার হাতিয়ার।

বরিশালের গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন খান বি,কম কমপ্লিটের শেষে গ্রামের বাড়ী উজিরপুর উপজেলার ধামুড়া থেকে চাকুরীর সুবাদে ছুটে আসেন গৌরনদীতে। সেই ১৯৬৪ সনের জুলাই মাস থেকে ২০০১ সনের ১৩জানুয়ারী পর্যন্ত সৎ,নির্ভিক ও অকুন্ঠ ভাবে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন তারপরও ২০০৬সন পর্যন্ত স্কুলের ব্যবস্থাপনায় চাকুরিতে বহাল থাকেন। যার ফলশ্রুতি দেশের বিভিন্ন দপ্তরে সচিব থেকে বিভিন্ন রাজনৈতি দলের শীর্ষ স্থানীয় নেতা অনেকেই তারই হাতে গড়া ছাত্র। স্যারের ২ ছেলের মধ্যে বড় ছেলে মোঃ মোকলেচুর রহমান খান বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের চিকিৎসক ছোট ছেলে সাব্বির মার্ষ্টাস কমপ্লিট, ৪ মেয়ে সবাই গ্রাজুয়েট, হৃদরোগে আক্রান্ত হয়ে ৯জানুয়ারি বুধবার রাতে বরিশাল নগরীর কলেজ রোডের মেয়ের বাসায় পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের ছেরে চলে যান অজানা দেশে।

১০জানুয়ারী বৃহস্পতিবার সকালে মরহুমের লাশ স্কুল মাঠে জানাজা শেষে উজিরপুর উপজেলার ধামুড়া গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, স্থানীয় সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহ আলম খান, সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন,সরকারি গৌরনদী কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, গৌরনদী উপজেলা বিএনসপির সভাপতি ইঞ্জিয়িার আব্দুস সোবাহান, সাধারন সম্পাদক আবুল হোসেন মিয়া, সাবেক মেয়র মোঃ নুর আলম হাওলাদার, ঢাকাস্থ গৌরনদী আগৈলঝাড়া যুব সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবু, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আকসানুল হক পানু, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিঅঅরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ মোঃ শাহজাহান, সৈয়দ আতাউর রহমান,  পৌর সভাপতি গোলাম মনির মিয়া, সাধারন সম্পাদক কবির খান,,গৌরনদী হাইস্কু্লের প্রধান শিক্ষক মোঃ অলিউলাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু,আলোকিত সময়ের বার্তা সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, কলেজ সহসভাপতি লুৎফর রহমানসহ  বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করে  শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।