গৌরনদীতে বাস ভাংচুর অ্যাডভোকেটসহ আহত ৪

আসাদুজ্জামান রিপন ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার বেঁজগাতি এলাকায় উৎশৃখল ৩ বাসযাত্রী হামলা চালিয়ে একটি যাত্রীবাহী বাস ভাংচুর ও অ্যাডভোকেটসহ ৪ যাত্রীকে আহত করেছে।

পুলিশ ও বাস যাত্রীরা জানায়, বরিশাল থেকে ভূরঘাটাগামী তুফান মেল পরিবহনের যাত্রীবাহী একটি লোকাল বাস বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে উপজেলার বেঁজগাতি এলাকা অতিক্রম করছিল। এ সময় উংশৃখল ৩ যুবক বেঁজগাতি এলাকায় কালভাটের ওপর  নামার কথা বলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে বাসটি মেরে দেয়ার জন্য বাস চালককে অনুরোধ করে।  এ কথার প্রতিবাদ করে অপর বাসযাত্রী কটকস্থল গ্রামের মনির মোল্লা। এ নিয়ে অজ্ঞাতনামা বাসযাত্রী ওই ৩ যুবকের সাথে মনিরের বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বাসটি থামালে ওই ৩ যুবক বাস থেকে নেমে ইটপাটকেল নিক্ষেপ করে বাসটি ভাংচুর করে পালিয়ে যায়। ইটপাটকেল নিক্ষেপে বাসযাত্রী অ্যাডভোকেট নিতাই তপাদার (৫৫), বিএম কলেজের ছাত্র মনির মোল্লা (২২)সহ ৪ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায়  অ্যাডভোকেট নিতাই তপাদারকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী থানার ওসি আবুল কালাম বলেন, হামলাকারী ৩ যুবককে কেউ চিনতে পারেনি। এ ঘটনায় আমি এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।