গৌরনদীর অপহৃত স্কুল ছাত্র রানা দাসের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেনীর মেধাবী ছাত্র অপহৃত রানা দাসের লাশ গতকাল শুক্রবার রাত এগারোটার দিকে উদ্ধার করেছে পুলিশ। অপহরনের ছয়দিন পর গ্রেফতারকৃত আসামিদের দু’দিনের রিমান্ডের প্রথমদিনেই (শুক্রবার) তাদের স্বীকারোক্তিমতে টরকীর চর এলাকার আসামি সুলতান শরীফের বাড়ির পাশ্ববর্তী একটি পান বরজের পার্শ্বের ডোবা থেকে রানার লাশ উদ্ধার করা হয়।   

অপহৃতার পরিবার, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, পৌর এলাকার সুন্দরদী মহল্লার ব্যবসায়ী কৃষ্ণ দাসের পুত্র ও উপজেলার টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর মেধাবী ছাত্র রানা দাসকে গত ১৩ জানুয়ারি বিকেলে কৌশলে স্থানীয় কার্তিক ভক্ত, সুলতান শরীফসহ তাদের সহযোগীরা অপহরন করে। ১৪ জানুয়ারি রাতে এ ঘটনায় অপহৃতার পিতা কৃষ্ণ দাস বাদি হয়ে কার্তিক ভক্ত, সুলতান শরীফ ও তার স্ত্রী হেনা বেগমকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে তিন আসামিকেই গ্রেফতার করেন।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, গ্রেফতারকৃত আসামি কার্তিক ভক্ত, সুলতান শরীফ ও তার স্ত্রী হেনা বেগমকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোসাদ্দেক মিনহাজ প্রত্যেককে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শুক্রবার আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা রানাকে হত্যা করে লাশ গুমের কথা অকপটে স্বীকার করে। পরবর্তীতে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে শুক্রবার রাত এগারোটার দিকে আসামি সুলতান শরীফের টরকীর চর এলাকার বাড়ির পাশ্ববর্তী পান বরজের পার্শ্বের ডোবা থেকে অপহৃত স্কুল ছাত্র রানা দাসের লাশ উদ্ধার করা হয়।

অপরদিকে রানা দাসের লাশ উদ্ধারের খবর মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পরলে পুরো এলাকা উত্যপ্ত হয়ে ওঠে। তাৎক্ষনিক বিক্ষুব্ধ এলাকাবাসী স্কুল ছাত্র রানা দাসের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। আজ শনিবার নিহত রানা দাসের স্কুল কর্তৃপক্ষ ও বিক্ষুব্ধ এলাকাবাসির উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

গৌরনদীর অপহৃত স্কুল ছাত্র রানা দাসের লাশ উদ্ধার