নিজস্ব সংবাদদাতা ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল গৌরনদী পৌর ও উপজেলা শাখার উদ্যোগে পৌর জাতীয়তা মুক্তিযুদ্ধের প্রজন্মদলের অস্থায়ী কার্যালয়ে সফল রাষ্ট্রনায়ক, স্বাধীনতার মূল কান্ডারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৭ তম জন্ম বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ আয়োজন করে গৌরনদী পৌর ও উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল।
আলোচনা সভায় পৌর শাখার আহবায়ক মোঃ সরোয়ার হোসেন পান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ ফিরোজ ফকির টিটু, পৌর শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক খান আতাউর রহমান (কমল), পৌর শাখার যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলাম ওয়াসিম, উপজেলার শাখার যুগ্ন আহবায়ক মোঃ হুমায়ন কবির, পৌর শাখার যুগ্ন আহবায়ক মোঃ তাওয়াবিন ইসলাম নিপুন, উপজেলা শাখার যুগ্ন আহবায়ক গোলাম ফয়সাল হিরা প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহুর মাখফেরাৎ এবং তারেক রহমানের সু-সাস্থ্য কামনা করে দোয়া মিলাদ পরিচালনা করেন ইমাম মোঃ আল আমিন।