বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত

নিজস্ব সংবাদদাতা ॥ দ্রুতগতির যানবাহন আলফা মাহেন্দ্র বন্ধের দাবিতে গতকাল রবিবার সকালে মানববন্ধন করেছে বরিশাল প্রেসক্লাব। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন। তিনি বলেন, সম্প্রতি দ্রুত গতির যানবাহন আলফা মাহেন্দ্র নগরবাসীর প্রাণ কেড়ে নিচ্ছে। আলফা মাহেন্দ্রর নতুন করে লাইসেন্স দেয়ার খবরে মেয়র ক্ষোভ প্রকাশ করে বলেন, এ লাইসেন্স বাতিল করা না হলে নগরীতে কোনো আলফা মাহেন্দ্র চলাচল করতে দেয়া হবে না।

প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সময়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন বাশার, সাবেক সাধারণ সম্পাদক জি.এম বাবর আলী, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি সৈয়দ দুলাল, মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, শিশু সংগঠক সুরঞ্জিত দত্ত লিটু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজন, জাবের আব্দুল্লাহ সাদী, মোহনা জেনারেল স্টোরের স্বত্ত্বাধিকারী অমল বোস,  দেবাশিষ চক্রবর্তী প্রমুখ। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে অংশগ্রহন করেন সাংবাদিক ইউনিয়ন, যুব সাংবাদিক ফোরাম, সংবাদপত্র কল্যান পরিষদ, কম্পিউটার এসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।