বরিশালে পেট্রোল পাম্প ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা ॥ জ্বালানী তেলের বিক্রয় কমিশন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে সারাদেশের সাথে গতকাল রবিবার সকাল ছয়টা থেকে বরিশালের পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অর্নিদিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছে ধর্মঘট আহবানকারীরা।

জানা গেছে, ডিজেল বিক্রিতে তিন দশমিক চার শতাংশ ও পোট্রোল, অকটেন বিক্রিতে চার শতাংশ কমিশন নির্ধারণ, ট্যাংক লরির ভাড়া বৃদ্ধির দাবিতে এ ধর্মঘটের আহবান করা হয়। এতে করে বরিশালের ১১টি পেট্রোলপাম্প এবং ২৫ জন খুচরা তেলের ডিলার সকাল ছয়টা থেকে তেল বিক্রি বন্ধ রেখেছে। ধর্মঘটের কারনে অভ্যন্তরীন রুটে বাসসহ অনান্য যানবাহনের চালকেরা তেল না পেয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। নগরীর সুরভী পেট্রোল পাম্পের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, তাদের এ দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।