নিজস্ব সংবাদদাতা ॥ মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধী মামলায় আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির রায় ঘোষণা হওয়ায় বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। আনন্দ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে গৌরনদী বাসস্ট্যান্ডে এক পথসভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্আলম খান, উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, পৌর আ’লীগের সভাপতি গোলাম মনির মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুব আলম, সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সহসভাপতি লুৎফর রহমান দিপ প্রমূখ। ঐতিহাসিক এ রায়ে গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদদের নেতৃবৃন্দরা সন্তোষ প্রকাশ করেন। সকল যুদ্ধাপরাধীদের বিচারের রায় দিয়ে তা দ্রুত কার্যকর করার দাবি করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার আব্দুল হক ঘরামী। এছাড়াও আগৈলঝাড়া উপজেলায় আনন্দ মিছিল করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দরা। এছাড়াও গৌরনদী বাসষ্ট্যান্ডে আ’লীগ নেতা আবুল হোসেন মোল্লার উদ্যোগে মিষ্টি বিতরন করা হয়।