Menu Close

গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়নপত্র দাখিল

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী সদর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দু’বছর মেয়াদী ম্যানেজিং কমিটির নির্বাচনে চারটি অভিভাবক পদে গতকাল সোমবার ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জানা গেছে, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০১৩ প্রতিন্দ্বন্দ্বিতা করার জন্য অভিভাবক পদে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান, এ্যাডভোকেট আলমগীর হোসেন, গৌরনদী সুপার মার্কেটের ব্যবসায়ী মোঃ কালাম সরদার, গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি মোঃ জাকির হোসেন রাজা, মাহিলাড়া ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ জাকির সেনিয়াবাত, আওয়ামীলীগ নেতা মোঃ শামীম ভূইয়া, মোঃ ছালাম মিয়া, মোঃ খোকন হাওলাদার, এনজিও কর্মী মোঃ শহিদুল ইসলাম, আলী হোসেন রাজ, পৌর কর্মচারী মোঃ কালাম মোল্লা, যুবলীগ কর্মী অলিউল ইসলাম নয়ন, কামাল হোসেন, ব্যবসায়ী ফরিদ সরদার ও রেজাউল করিম হিরন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৪ জানুয়ারি মনোনয়ন পত্র বাছাই, ২৭ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহার ও ৯ ফেব্র“য়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ম্যানেজিং কমিটির নির্বাচনে ছাত্র-ছাত্রীদের ৯’শ অভিভাবক ভোটাধিকার প্রয়োগ করবেন।