নিজস্ব সংবাদদাতা ॥ ডেইলী সান পত্রিকার ষ্টাফ রিপোর্টার নরেশ মধুর বাবা নিরঞ্জন প্রসাদ মধু (৭৫) বার্ধক্যজনিত কারনে রবিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বড়মাগরা গ্রামের নিজবাড়িতে পরলোকগমন করেন। তিনি ১ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন রাতেই পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গৌরনদীর একমাত্র মুখপত্র সাপ্তাহিক আলোকিত সময় ও অনলাইন গৌরনদী ডট কমের পরিবারের সদস্যরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।