দেশে আজ আরেকটি বিজয় হয়েছে -বিসিসি মেয়র

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি শওকত হোসেন হিরন বলেছেন, যুদ্ধাপরাধী আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের রায়ের মাধ্যমে দেশবাসী বিশেষ করে দক্ষিণাঞ্চলবাসী যেভাবে আনন্দ উল্লাস করে রাস্তায় নেমেছেন তাতে মনে হচ্ছে দেশে আজ (সোমবার) আরেকটি বিজয় হয়েছে।

তিনি আরো বলেন, বাচ্চু রাজাকারের মতো অন্য যুদ্ধাপরাধীদেরও বিচারের রায় অবিলম্বে ঘোষণা ও কার্যকর করার মধ্যদিয়ে বাঙ্গালী জাতি দায় মুক্ত হবে। এ জন্য তিনি দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পার্শ্বে থাকার আহবান করেন। মেয়র শওকত হোসেন হিরন সোমবার বিকেলে বিসিসি’র অফিস কক্ষে বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করে এক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে উল্লেখিত কথাগুলো বলেছেন। মেয়র হিরন জনগনকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, যাতে করে জামায়াত-শিবির নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সর্তক দৃষ্টি রাখতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিসি’র প্রধান নিবার্হী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস, চীফ এ্যসেসর আবুয়াল মাসুদ মামুন ও মিডিয়া বিষয়ক কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু।