দ্বিতীয় দিন বরিশালে চলছে পেট্রোল পাম্প ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা ॥ জ্বালানী তেলের বিক্রয় কমিশন বৃদ্ধিসহ নয় দফা দাবীতে সারা দেশের সাথে আজ দ্বিতীয় দিনেও বরিশালে ধর্মঘট অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোন সমঝোতার বৈঠকের খবর জানাতে পারেনি বরিশাল পেট্রোল পাম্প মালিক সমিতি।
ডিজেল বিক্রিতে তিন দশমিক চার শতাংশ ও প্রোট্রোল অকটেন বিক্রিতে চার শতাংশ কমিশন নির্ধারণ, ট্যাংক লরির ভাড়া বৃদ্ধির দাবীতে এই ধর্মঘটের আহবান করা হয়। এতে করে বরিশালে এগারোটি পেট্রোলপাম্প এবং পঁচিশ জন খুচরা তেলের ডিলার আজো তেল বিক্রি বন্ধ রেখেছে। এ ধর্মঘট অব্যাহত থাকায় তেল না পেয়ে যানবাহন চলাচলের ক্ষেত্রে এর প্রভাব পড়ছে।