চেক জালিয়াতি মামলায় বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীকে স্বশরীরে আদালতে হাজিরের নির্দেশ

বরিশাল সংবাদদাতা ॥ অর্ধ কোটি টাকার চেক প্রতারনা মামলায় বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদকে স্বশরীরে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার নগরীর প্যারারা রোডের কবিরুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিচারক জাহিদুল কবির মামলাটি আমলে নিয়ে ২৪ মার্চ তাকে স্বশরীরে আদালতে হাজিরের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে  প্রকৌশলী আবুল কালাম আজাদের সাথে বাদী কবিরুজ্জামানের পূর্ব পরিচয় ছিলো। সেই সূত্র ধরে নগরীর বৈদ্যপাড়া এলাকার জমিতে বাড়ী নির্মানের জন্য ২০০৯ সালে আবুল কালাম তার কাছ থেকে ৫৩ লাখ টাকা ধার নেয়। টাকা পরিশোধের জন্য ডাচ বাংলা ব্যাংক বরিশাল শাখার সংশ্লিস্ট হিসাবের অনুকূলে ২৩ ও ৩০ লাখ টাকার দু’টি চেক দেন কবিরুজ্জামান। পরপর তিনবার সেই চেক প্রত্যাখ্যাত হওয়ায় মামলা দায়ের করেন তিনি।