বরিশালে ভুয়া সচিব গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব পরিচয়দানকারী শফিউল আলম খান নামের এক প্রতারককে গ্রেফতার করেছে বরিশাল কোতোয়ালী থানা পুলিশ। নগরীর ভাটিখানা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

বরিশাল কোতোয়ালী মডেল থানার এস.আই গোলাম কবির জানান, গ্রেফতারকৃত শফিউল আলম খান গত ৪ জানুয়ারি সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমানকে ফোন করে নিজেকে এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের একান্ত সচিব পরিচয় দিয়ে সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের সহকারী কমিশনার আবুল কালাম খানকে বরিশাল সদর কার্যালয়ে বদলীর তদবির করেন। বিষয়টি জেলা প্রশাসকের সাথে আলাপ করতে বললে শফিউল আলম সহকারী কমিশনারের সাথে অসৌজন্যমূলক ব্যবহার করে। একইভাবে প্রতারক শফিউল গত ৬ জানুয়ারি জেলা প্রশাসককে ফোন করে নিজেকে গণভবনের কর্মকর্তা পরিচয় দিয়ে একই তদবির করে। বিষয়টি কোতোয়ালী থানা পুলিশকে জানানো হলে পুলিশ তার মোবাইল ফোনের কল লিষ্টের সূত্রধরে বৃহস্পতিবার রাতে নগরীর ভাটিখানা জোর মসজিদ এলাকা থেকে শফিউলকে গ্রেফতার করে। সে ওই এলাকার শাহআলম খানের পুত্র ও ঢাকার কাপড়ের ব্যবসায়ী।