বিএম কলেজের অধ্যক্ষ বদলী ঠেকাতে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে ছাত্রলীগের তান্ডব ॥ প্রত্যেক বিভাগে তালা ॥ সড়কে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা ॥ সরকারী ব্রজমোহন কলেজের (বিএম) অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাসের বদলী ঠেকাতে দ্বিতীয় দিনের মতো বিভাগগুলোতে তালাবদ্ধ ও ক্যাম্পাসে অগ্নিসংযোগ করেছে বিবাদমান ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। আজ শনিবার কলেজ খোলার সাথে সাথে অস্থায়ী কর্মপরিষদের (ছাত্রলীগ নিয়ে গঠিত) নেতা-কর্মীরা প্রত্যেক বিভাগে তালাবদ্ধ করে ক্যাম্পাস ও সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে রাখে। দুপুর পর্যন্ত ছাত্রলীগ নেতা-কর্মীরা বিক্ষোভ করছিলো।  

আন্দোলনে উপস্থিত অস্থায়ী কর্মপরিষদের ছাত্র মিলনায়তন সম্পাদকের দায়িত্বে থাকা জুবায়ের আলম জানান, এ আন্দোলন কর্মপরিষদ বা ছাত্রলীগের নয়। সাধারণ ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপালের বদলীর আদেশ বাতিলের দাবীতে আন্দোলন করছে।

খবর পেয়ে বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুর রহমান মিয়ার নেতৃত্বে ক্যাম্পাসে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুর রহমান মিয়া জানান পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। ধ্বংসাত্মক কোনো কর্মকান্ড করলে কাউকে ছাড় দেয়া হবে না।

প্রসঙ্গত: গত বুধবার শিক্ষা মন্ত্রণালয় অধ্যক্ষ ননী গোপালকে খুলনার বিএল কলেজের অর্থনীতি বিভাগে বদলী করে। আগামীকাল রবিবারের মধ্যে তাকে বিএল কলেজে যোগদানের জন্য মন্ত্রণালয় নির্দেশ দেয়। এ আদেশের খবর আসার সাথে সাথেই ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠে।