গৌরনদীতে দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত

নিজস্ব সংবাদদাতা ॥ বাড়ির বিরোধপূর্ণ সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে রবিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামে দু’গ্র“পের মধ্যে হামলা-পাল্টাহামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির সীমানা নিয়ে ওই গ্রামের জব্বার হাওলাদার ও তার চাচাতো ভাতিজা আবুল হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। জব্বার হাওলাদার গত মঙ্গলবার বিরোধপূর্ন সীমানার একটি রেন্ট্রি গাছ  ৫ হাজার টাকায় বিক্রি করে অর্ধেক টাকা আবুলকে দেয়ার আশ্বাস দেয়। গাছ বিক্রিকে কেন্দ্র করে রবিবার সকালে জব্বার ও আবুলের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় গ্র“পের মধ্যে সংঘর্ষ বাঁধে। হামলা ও সংঘর্ষে কলেজ ছাত্র আবুল হাসানাত হাওলাদার (১৭), আবুল হাওলাদার (৫৫), হোসনেয়ারা বেগম (৪৫), আলামিন হাওলাদার (২৪)সহ উভয় পক্ষের ৫ জন আহত হয়।