৬০ বছর পর ভাষা সৈনিকের নিজগ্রামে নির্মিত হচ্ছে শহীদ মিনার

নিজস্ব সংবাদদাতা ॥ ৫২’র রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ও ভাষা সৈনিক এ্যাডভোকেট কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজীর নিজ গ্রামসহ ওই এলাকার কোন শিক্ষা প্রতিষ্ঠানেই দীর্ঘ ৬০ বছরেও ছিলোনা কোন শহীদ মিনার। ফলে এলাকাবাসীর মধ্যে ছিলো তীব্র ক্ষোভ। অবশেষে এবারই আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে ভাষা সৈনিকের জন্মস্থান বরিশালের গৌরনদী পৌর এলাকার লাখেরাজ কসবা গ্রামে স্থায়ী শহীদ মিনার নির্মানের উদ্যোগ নেয়া হয়।

সেমতে গতকাল সোমবার সকাল দশটায় ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ মিনার নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ফাউন্ডেশনের গৌরনদী উপজেলা শাখার সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির নির্মান কাজের শুভ উদ্বোধন করেন। ভাষা সৈনিকের মাজার ও তার বাড়ির সস্মুখের লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনার নির্মান কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় পৌর কাউন্সিলর কাজী তৌফিক ইকবাল স্বজলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।