মেধাবী ছাত্র কিশোরের সৎকার সম্পন্ন – এলাকায় শোকের মাতম

ঘাতক ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে নিহত মেধাবী ছাত্র কিশোর বাড়ৈর সৎকার বৃহস্পতিবার রাতে সম্পন্ন হয়েছে। ওইদিন সন্ধ্যায় লাশের ময়নাতদন্ত শেষে বরিশাল থেকে কিশোরের লাশ তার গ্রামের বাড়ি আগৈলঝাড়া উপজেলার বাটরা গ্রামে পৌঁছলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে কিশোরের পিতা-মাতা এখন পাগল প্রায়।
ওই এলাকার বাসিন্দা মোঃ ইলিয়াস হোসেন তালুকদার জানান, নিহত কিশোরের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী সবুজ বাড়ৈ ও বনমালী সরকার তার লাশ গ্রহন করেন। সন্ধ্যায় কিশোরের লাশ বাড়িতে পৌঁছলে এলাকার অসংখ্য জনতা ওই বাড়িতে ভিড় জমায়। এসময় কিশোরের কাঠ মিস্ত্রি পিতা কালিপদ বাড়ৈ ও দিনমজুর মা রেবা রানী বাড়ৈসহ পরিবারের সবার বুক ফাঁটা আহাজারিতে পুরো এলাকার আকাশ বাতাস ভাড়ি হয়ে ওঠে। রাত দশটায় পারিবারিক শশ্মানে কিশোরের সৎকার সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, কালকিনির ডাসার সৈয়দ আতাহার আলী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র কিশোর বাড়ৈ। কলেজ জীবনের প্রথম ক্লাশ করার জন্য একদিন পূর্বে গত ৩০ জুন বিকেলে তার মামাবাড়ি ডাসারের উদ্দেশ্যে বাইসাইকেলযোগে রওয়ানা হয়। পথিমথ্যে গৌরনদী-পয়সারহাট সড়কের নাঠৈ নামকস্থানে মালবোঝাই ঘাতক ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১১-৪০৬২) চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই কিশোর মারা যায়।