যাবজ্জীবন নয়; ফাঁসি চাই – বরিশাল যেন আরেকটি ‘শাহবাগ’ জয় নিয়েই ফিরবে তরুন প্রজন্ম

বরিশাল সংবাদদাতা ॥ এবার জেগে উঠেছে বরিশালের তরুন প্রজন্ম। গতকাল বৃহস্পতিবার তারুণ্যের উপস্থিতিতে ক্রমেই মুখর হয়ে উঠছে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার, আমতলার মোড় বিজয় বিহঙ্গের পাদদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় ও শের-ই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাস। তরুন প্রজন্মের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে বরিশাল যেন হয়ে উঠছে আরেকটি ‘শাহবাগ’। যেখানে মুক্তিযুদ্ধের চেতনাধারী তরুন-তরুনীরা কসাই কাদের মোল্লাসহ অন্যসব যুদ্ধাপরাধীদের অনতিবিলম্বে ফাঁসির রায় ঘোষনাসহ কার্যকরের দাবিতে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচী শুরু করেছেন।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বুধবার রাত বারোটা এক মিনিটে বিজয় বিহঙ্গের পাদদেশে মোমবাতি প্রজ্জলন করা হয়। তরুন তানিম মাহমুদ খান বলেন, ‘অন্য কোনো রায় নয়, কসাই মোল্লা কাদেরের ফাঁসি চাই। যতোদিন পর্যন্ত কাদের মোল্লাসহ অন্যসব যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় না হবে, ততদিন আমরা এ কর্মসূচী চালিয়ে যাবো। একইদাবিতে বৃহস্পতিবার সকাল থেকে অবস্থান ধর্মঘট শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সকাল এগারোটায় প্রফেসর হানিফ মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে কলেজের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর রশিদ খানের সভাপতিত্বে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি শফিউল আলম, সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ প্রমুখ। একইদিন সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তরুন প্রজন্মের অবস্থান কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করেছেন বরিশাল জিলা স্কুলের সহকারী শিক্ষক পাপিয়া জেসমিন, সাংবাদিক লিটন বাশার, সাইফুর রহমান মিরন, বিধান সরকার, এম. মিরাজ হোসেন, শুভব্রত দত্ত, শাহীন হাসান ও জনকন্ঠের বরিশাল প্রতিনিধি খোকন আহম্মেদ হীরা। এছাড়াও বরিশাল ডিবেটিং সোসাইটি, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মহানগর ও জেলা ছাত্রলীগ এ অবস্থান কর্মসূচীতে সংহতি প্রকাশ করেছেন।

অপরদিকে কাদের মোল্লার যাবজ্জীবন সাজা বাতিল করে অনতিবিলম্বে ফাঁসির রায় ঘোষনার দাবিতে বুধবার রাতে বরিশালে মোমবাতি প্রজ্জ্বলন করে মানববন্ধন করেছেন ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দরা। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে রাত সাড়ে নয়টার দিকে হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে সাংস্কৃতিক কর্মীরা এ কর্মসূচী পালন করেন। সংগঠনের সভাপতি সৈয়দ দুলালের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, ওয়াকার্স পার্টির নেতা শান্তি দাস, জাসদ নেতা আব্দুল হাই মাহবুব, আ’লীগ নেতা সৈয়দ আনিসুর রহমান, আইনজীবী এ্যাডভোকেট কেবিএস আহমেদ কবির প্রমূখ। বক্তারা বলেন, দেশব্যাপী তরুন প্রজন্মের জয় হবেই হবে। একই দাবিতে তরুণ প্রজন্ম বিশাল একটি জাতীয় পতাকা নিয়ে নগরীতে র‌্যালী করেছে।