গৌরনদীতে যুবলীগ ক্যাডার কর্তৃক সরকারি গাছ কর্তন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা এলাকার সড়ক ও জনপদের (সওজ’র) বৃহৎ একটি চাম্বল গাছ গতকাল শুক্রবার ভোর রাতে স্থানীয় দুই যুবলীগ ক্যাডার কেটে নেয়া চেষ্টা চালায়। খবর পেয়ে সওজ কর্তৃপক্ষ ওই যুবলীগ ক্যাডারদের বাঁধা দানের পর গৌরনদী থানা পুলিশ কর্তনকৃত গাছ জব্দ করেছে।
বরিশাল সড়ক ও জনপদের গৌরনদী সার্কেলের সুপার ভাইজার এস.এম কাঞ্চন জানান, শুক্রবার ভোর ৫ টার দিকে সওজের গয়নাঘাটা এলাকার বৃহৎ একটি চাম্বল গাছ কাটতে শুরু করে যুবলীগ ক্যাডার কাওসার খান, তুহিন সরদার ও তাদের ১০/১২ জন সহযোগী। কর্তনকৃত গাছের আনুমানিক মূল্য প্রায় ত্রিশ হাজার টাকা। খবর পেয়ে সকাল আটটার দিকে সওজের লোকজন ঘটনাস্থলে পৌঁছলে ওই ক্যাডাররা কর্তৃনকৃত গাছ ফেলে গাঁ ঢাকা দেয়। গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাওসার ও তুহিনের নেতৃত্বে সরকারি কর্তনকৃত গাছ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গৌরনদী উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ জানান, অভিযুক্ত কাওসার খান ও তুহিন সরদার যুবলীগের কোন কমিটিতে নেই। তবে তারা যুবলীগের সমর্থক। বরিশাল সড়ক ও জনপদের উপ-সহকারি প্রকৌশলী মোঃ হানিফ হোসেন জানান, সরকারি গাছ কর্তনের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।