“পতাকা দিয়েছি আমরা রক্ষা করবে তোমরা”

নিজস্ব সংবাদদাতা ॥ ১৯৭১ সনে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে আমরা এনে দিয়েছি সবুজে রক্তে লাল বিজয় পতাকা। আজ এ পতাকার মান তরুন প্রজন্মকেই রক্ষা করতে হবে। তরুন প্রজন্মরাই হচ্ছে আজকের মুক্তিযোদ্ধা। তাদের জয় একদিন হবেই হবে। গতকাল শনিবার সকালে বরিশালে সুজনের গোল টেবিল বৈঠকের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তরুন প্রজন্মকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন, সুজনের জেলা সভাপতি ও রণাঙ্গণ কাঁপানো বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্কাস হোসেন।

সচেতন, সংগঠন ও সোচ্চার জনগণই গণতন্ত্রের রক্ষাকবচ শ্লোগানকে সামনে রেখে শনিবার সকাল দশটায় সুশাসনের জন্য নাগরিক-সুজন’র উদ্যোগে নগরীর ফকিরবাড়ী রোডের বিএনডিএন কার্যালয়ের হলরুমে আঞ্চলিক পরিকল্পনা সভা ও গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সুজনের জেলা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্কাস হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সুজনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাংবাদিক সুশান্ত ঘোষ, সুজনের মহানগর সভাপতি নজরুল ইসলাম চুন্নু। বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্ময়কারী মেহের আফরোজ মিতা প্রমুখ। সভার শুরুতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নাগরিক প্রত্যাশা ও করণীয় বিষয় নিয়ে নাগরিক সনদ প্রদান করা হয়। পরিকল্পনা সভা ও গোল টেবিল বৈঠকে সুজনের বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।