Menu Close

মাদক সম্রাটের নেতৃত্বে আরিফ ফিলিং স্টেশনে হামলা, গ্রেপ্তার ২

Arif filling station tarakupi kataksthal gournadi barishal

দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী হীরা মাঝি ও তার সহযোগীদের নেতৃত্বে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকার আরিফ ফিলিং স্টেশন নামক একটি তেলের পাম্প জবরদখলের অভিযোগ উঠেছে। শনিবার সকালে হামলাকারীরা দেশীয় অস্ত্রসহ পাম্পে ঢুকে কর্মচারীদের জিম্মি করে সারাদিনের তেল বিক্রির প্রাপ্ত ২ লক্ষ ৯০ হাজার টাকা এবং ব্যাংকে জমা না দেওয়া ৯ লক্ষ টাকা সহ মোট ১১ লক্ষ ৯০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। পাম্প মালিকের মেয়ে পপি বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলায় অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে।

মামলার বাদী ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, উপজেলার তারাকুপি গ্রামের হারুন অর রশিদ বেপারী বরিশাল-ঢাকা মহাসড়ক সংলগ্ন কটকস্থল বাসস্ট্যান্ডের পাশে আরিফ ফিলিং স্টেশন নামে তেলের পাম্প স্থাপন করে ব্যবসা চালাচ্ছিলেন। ব্যবসায় আর্থিক সংকট দেখা দিলে তিনি কটকস্থল গ্রামের মানিক মাঝির কাছ থেকে মাসিক ২৪ হাজার টাকা সুদের চুক্তিতে ২৭ লক্ষ টাকা গ্রহণ করেন। এরপর থেকে মানিক মাঝি ও তার ভাই দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী হীরা মাঝিসহ স্বজনরা পাম্প দখলের চক্রান্ত শুরু করে।

শনিবার সকাল ১০টার দিকে হীরা মাঝির নেতৃত্বে তার পিতা মোঃ মজিবর মাঝি (ইঙ্গুল মাঝি), ভাই মানিক মাঝি, সাদ্দাম মাঝি, মনির মাঝি, ভাতিজা সিফাত মাঝি, তুহিন মাঝি, সুজন মীরসহ ৪০-৫০ জন অজ্ঞাতনামা সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে পাম্পে ঢুকে কর্মচারীদের গালিগালাজ ও ভয় দেখিয়ে পাম্প দখল করে। রাত ৮টার দিকে তারা কাউন্টারে ঢুকে কর্মচারীদের জিম্মি করে সারাদিনের তেল বিক্রির প্রাপ্ত ২ লক্ষ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তারা কর্মচারীদের হুমকি দিয়ে বলে, রাতের বিক্রির টাকা হিসাব করে রাখবে, সকালে এসে নিয়ে যাবে।

ঘটনার পর পাম্প মালিক হারুন অর রশিদ বেপারীর মেয়ে পপি বাদী হয়ে হীরা মাঝি (৪৫), মানিক মাঝি (৫২), সাদ্দাম মাঝি (৩৫), মনির মাঝি (৪০), সিফাত মাঝি (২৫), তুহিন মাঝি (২৮), সুজন মীর (৪২) ও ৪০-৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।

বাদী পপি জানান, ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর তার বাবা হারুন অর রশিদ বেপারী এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পাম্পটির উদ্বোধন করেন। আর্থিক সংকটের কারণে তার বাবা মানিক মাঝির কাছ থেকে ১৫ মাস আগে মাসিক ২৪ হাজার টাকা সুদের চুক্তিতে ২৭ লক্ষ টাকা নেন এবং নিয়মিত সুদ পরিশোধ করে আসছিলেন। গত ১৭ তারিখ শুক্রবার হীরা মাঝি ও তার স্বজনরা পাম্পে হামলা ও ভাঙচুর করে। ২৫ তারিখ শনিবার তারা আবার হামলা চালিয়ে কর্মচারীদের জিম্মি করে ১১ লক্ষ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামী মানিক মাঝি (৫২) ও ৩ নম্বর আসামী সিফাত মাঝি (২৫) কে গ্রেপ্তার করে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের রোববার সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনায় অভিযুক্ত দলনেতা মাদক সম্রাট হীরা মাঝির বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বিএম বেলাল
গৌরনদী

Related Posts