Menu Close

গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছুরের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

Haris durniti michil

প্রতিবেদক: বিএম বেলাল, গৌরনদী

বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের বিচার ও ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় গৌরনদী সরকারি কলেজ গেট সংলগ্ন শহীদ মিনার থেকে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, জেলা বিএনপির নেতা জহুরুল ইসলাম জহির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েদুল আলম সেন্টু খান, উপজেলা বিএনপির নেত্রী তানিয়া আক্তার, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের সদস্য সচিব ফুয়াদ হোসেন এনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিপ্লব হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রিয়াজ ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম কাফি, শরীফ জসীম উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, হীরা রহমান সাদ্দাম এবং মো. শহীদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ২০২৪ সালের ২৪ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড এবং গত ১৪ বছরে গৌরনদীতে ঘটে যাওয়া রাজনৈতিক সন্ত্রাসের মূলহোতা হারিছুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। তারা দাবি করেন, কারাগারে তার বিলাসবহুল জীবনযাপন অবৈধভাবে সম্ভব করে তোলা সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আইনের আওতায় এনে বিচার করতে হবে। অন্যথায় ভবিষ্যতে জেল ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা। তারা অবিলম্বে হারিছুর রহমানের ফাঁসির দাবি জানান।

Related Posts