বরিশালের গৌরনদী পৌরসভার ৫নং ওয়ার্ডের চরগাধাতলীতে অবস্থিত দুটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান—ইকরা নুরানী ক্যাডেট মাদরাসা এবং ইকরা রুফাইদা মহিলা মাদরাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
ইকরা নুরানী ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল বাসার জানান, রবিবার রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে চোরেরা মাদরাসার মূল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। আলমারি ও ড্রয়ারের তালা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে এবং কিছু নগদ অর্থ নিয়ে যায়।
অন্যদিকে, একই এলাকার ইকরা রুফাইদা মহিলা মাদরাসায় গত শুক্রবার বিকেলে বন্ধ অবস্থায় ছিল। এ সুযোগে চোরচক্র মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আলমারি থেকে প্রায় দেড় লক্ষ টাকার নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।
মাদরাসার প্রতিষ্ঠাতা মো. কামাল হোসেন জানান, চুরি হওয়া দুটি প্রতিষ্ঠানেই নিরাপত্তা ব্যবস্থা ছিল সীমিত, ফলে চোরেরা সহজেই ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়।
এ ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গৌরনদী পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান মাদরাসাগুলো পরিদর্শন করেন এবং শিক্ষকদের সঙ্গে চুরির বিষয়টি নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি, এলাকাবাসীর মধ্যে চুরির পরিপ্রেক্ষিতে উদ্বেগ দেখা দিয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে এমন ঘটনা পুনরায় যেন না ঘটে সে বিষয়ে নজর দেবে।
বিএম বেলাল, গৌরনদী