“জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে আজ মঙ্গলবার গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার নলচিড়া, শরিকল ও চাঁদশী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত।
জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ হওয়া তিনজন বীর সন্তানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদীর সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধি, এবং শহীদ পরিবারের সদস্যরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহীদদের আত্মত্যাগের স্মরণে প্রতি বছরই এ কর্মসূচি পালিত হয়। দোয়া-মোনাজাতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন সকলে।
স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ইতিহাস জানতে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
