Menu Close

গৌরনদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

July gonoovvuthan dibosh uno 05 aug 2025

“জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে আজ মঙ্গলবার গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার নলচিড়া, শরিকল ও চাঁদশী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত।

জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ হওয়া তিনজন বীর সন্তানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদীর সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধি, এবং শহীদ পরিবারের সদস্যরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহীদদের আত্মত্যাগের স্মরণে প্রতি বছরই এ কর্মসূচি পালিত হয়। দোয়া-মোনাজাতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন সকলে।

স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ইতিহাস জানতে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

July gonoovvuthan dibosh uno 05 aug 2025 1

Related Posts