Menu Close

গৌরনদীতে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সমাবেশ

Mufti syed faizul karim gournadi 10 aug 2025

বরিশাল জেলার উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১০ আগস্ট, রবিবার বিকেলে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আল আমিন এবং বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী।

সমাবেশের প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা আরমান হোসাইন রিয়াদ। এছাড়া বক্তব্য রাখেন মুফতি মোস্তফা কামাল, গোলাম মাহমুদ হাওলাদার, মো. পারভেজ মিয়া, মাওলানা আবু ইউসুফ, মাওলানা ইমদাদ হোসাইন ও নাসির উদ্দিন শাহ প্রমুখ।

বক্তারা সমাবেশে বলেন— “হাতপাখার ছায়াতলে আসুন; দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিন।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা সভাপতি মাওলানা মিরাজুল ইসলাম।

Related Posts