বরিশালের গৌরনদীতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে বরিশাল জেলা সশস্ত্র বাহিনী, ডিএফএসডব্লিউএএস বোর্ডের উদ্যোগে এই সভা আয়োজিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর আবুল কালাম আজাদ।
অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার আব্দুল ওহাব সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন এসডব্লিউ বখতিয়ার হোসেন, মো. মনিরুজ্জামান, এসজিটি মো. আ. মান্নান, সিপিএল মহিউদ্দিন, টুটুল-সহ ডিএফএসডব্লিউএএস বোর্ডের সকল সদস্যবৃন্দ।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমান জানান, এই মতবিনিময় সভায় সশস্ত্র বাহিনীর প্রায় দুই শতাধিক অবসরপ্রাপ্ত সদস্য অংশগ্রহণ করেন।
বিএম বেলাল, গৌরনদী