যশোরের এএসপির বিরুদ্ধে বরিশালে স্ত্রীর মামলা

স্টাফ রিপোর্টার ॥  স্ত্রীর ওপর এ্যাসিড নিক্ষেপের অভিযোগে যশোর হাইওয়ে জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে এ্যাসিড নিক্ষেপ অপরাধ দমন আইনে বরিশাল কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেছেন তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস কেয়া (২৭)। এ্যাসিড দগ্ধ কেয়া শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার এজাহারের উদ্বৃতি দিয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, নগরীর সাগরদী মদিনা মসজিদ সড়কের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা আব্দুল কুদ্দুসের কন্যা জান্নাতুল ফেরদৌস কেয়ার সাথে ২০১০ সনের ২৮ এপ্রিল এএসপি আনোয়ার হোসেনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী আনোয়ার হোসেন অন্যত্র পরকীয়ায় জড়িয়ে পরেন। এনিয়ে তাদের দাম্পত্য কলহ শুরু হয়। পরবর্তীতে ২০ লক্ষ টাকা যৌতুকের দাবিতে আনোয়ার হোসেন বিভিন্ন সময় কেয়ার ওপর শারীরিক নির্যাতন করে আসছিলো। এ ঘটনায় গত ২৭ মার্চ বরিশাল মুখ্য বিচারিক হাকিম আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে কেয়া একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালতের বিচারক স্বামীর বিরুদ্ধে সমন জারি করেন। এতে ক্ষিপ্ত হয়ে কেয়াকে হত্যার উদ্দেশ্যে তার ওপর এ্যাসিড নিক্ষেপ করে স্বামী আনোয়ার হোসেন। ওসি আরো জানান, এজাহারে কেয়া আরো অভিযোগ করেন, শনিবার সকালে আনোয়ার তাদের বাসায় গিয়ে সমঝোতার প্রস্তাব দেয়। পরে দুপুরে তিনি চলে যান। এরপর রাতে এশার নামাজ আদায়রত অবস্থায় অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা জানালা দিয়ে কেয়ার ওপর এ্যাসিড নিক্ষেপ করে। এতে তারা হাত ও বুক দগ্ধ হয়।