বরিশালের গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামে বাল্য বিবাহ দেয়ার সময় স্কুল ছাত্রীর বাবা মোঃ আকবার সরদারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক।
উপজেলা ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের প্রবাসী মোঃ আকবার সরদারের কন্যা স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রীকে পার্শ্ববর্তী কালকিনি উপজেলার ফাসিয়াতলা গ্রামের মোশারফ সরদারের পুত্র সোহাগ সরদারের সাথে শুক্রবার বিবাহর দিন ধার্য করেন।
শুক্রবার দুপুরে খবর পেয়ে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচার ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস গৌরনদী মডেল থানার একদল পুলিশ ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের লোকজন নিয়ে ওই বাড়িতে হাজির হন।
এ সময় মেয়ের বয়স কম হওয়ায় মেয়ের পিতাকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং বর পক্ষকে মুঠো ফোনে বরযাত্রী নিয়ে আসতে বারন করে দেন। স্থানীয় লোকজন দিয়ে বিবাহের প্যান্ডেল খুলে ফেলেন।