বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন দাবি করেছেন যে, বিএনপির নেতা তারেক রহমানের নেতৃত্বে ছাত্র ও জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে।
শুক্রবার সকালে বরিশালের গৌরনদী পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বপন আরও বলেন, “শেখ হাসিনার শাসনামলে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন। আমি নিজেও আন্দোলনের কারণে বহুবার জেলে গিয়েছি। শেখ হাসিনার সরকার আমার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছিল। যদি তার সরকার টিকে যেত, তাহলে আমার মতো আরও চারজনের ফাঁসি হত।”
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বরিশাল (উত্তর) জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জাহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কবির হোসেন তালুকদার, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না এবং গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।