Menu Close

আল হেলাল ইসলামিয়া দাখিল মাদ্রাসা: জরাজীর্ণ অবকাঠামোয় শিক্ষার সংগ্রাম

Alhelal islamia dakhil madrasah

বরিশালের গৌরনদী উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল হেলাল ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ৩৫ বছরেরও বেশি সময় ধরে ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বর্তমানে প্রায় ৩০০ শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক-কর্মচারী এ প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন।

তবে বর্তমানে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত অবস্থা অত্যন্ত নাজুক ও উদ্বেগজনক। প্রধান ভবনের সামনে জমে থাকা নোংরা পানি ও আবর্জনার স্তূপ, পয়ঃনিষ্কাশনের অভাব এবং দীর্ঘদিন ধরে সংস্কারহীন ভবন ক্লাসরুমের ভেতরেও দুর্গন্ধ ছড়ায়। দেয়াল ও পিলারের রড বের হয়ে থাকায় প্রাণহানির ঝুঁকি তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে দিন পার করছেন। একদিকে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে।

তাই স্থানীয় প্রশাসন, শিক্ষা বোর্ড ও জনপ্রতিনিধিদের কাছে জোর দাবি—আল হেলাল ইসলামিয়া দাখিল মাদ্রাসার অবকাঠামো দ্রুত সংস্কার ও পরিবেশ উন্নয়নে জরুরি উদ্যোগ গ্রহণ করা হোক। এটি কেবল একটি প্রতিষ্ঠান নয়, একটি প্রজন্মের ভবিষ্যতের প্রশ্ন।

Related Posts