গৌরনদীতে ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযান
চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রামমান আদালত মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ভেজাল ও বাসিপচা খাবার রাখার দায়ে বিভিন্ন দোকান থেকে ১০ হাজার জরিমানা আদায় করেন। অভিযানে ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, সহকারি হিসেবে ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম। ভেজাল বিরোধী অভিযানের ম্যাজিষ্ট্রেট গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
Comments are closed.