নিখোঁজ যুবকের সন্ধান গত তিনদিনে মেলেনি।
জানা গেছে, গত সোমবার রাত সাড়ে বারোটায় পয়সারহাট নদীর বাগধা পশ্চিমপাড় থেকে গাজি কালুর গান শুনে ১০/১২ জন গ্রামবাসিদের সাথে বাড়ি উদ্দেশ্যে খেয়া নৌকায় রওয়ানা হয় খাজুরিয়া গ্রামের বাবু মিয়া। খেয়া নৌকায় নদী পাড় হওয়ার সময় নৌকা যাত্রীদের হুরহুড়িতে নদীর মধ্যে খেয়া নৌকাটি নিন্মজ্জিত হয়। ডুবে যাওয়ার নৌকার সকলেই তীরে উঠতে সক্ষম হলেও বাবু মিয়া নদীতে ডুবে যায়। গত তিনদিনেও নিখোঁজ বাবু মিয়ার কোন সন্ধ্যান মেলেনি।