পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইয়েদুল আলম খান সেন্টুর স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, তেঁজগাও মেট্রোপুলিশ আইডিয়াল ‘ল’ কলেজ মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম আকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সহসভাপতি মোঃ লোকমান হোসেন খান। বক্তব্য রাখেন মোঃ মনিরুল হক পান্নু, মোল্লা বশির আহম্মেদ পান্না। সভায় সর্বসম্মতিক্রমে ২০১১-২০১২ সালের জন্য মোঃ মিজানুর রহমান খান মুকুলকে সভাপতি, মোল্লা বশির আহম্মেদ পান্নাকে সহসভাপতি, রফিকুল ইসলাম কাজলকে সাধারন সম্পাদক, এডভোকেট রেজাউল ফিরোজ রিন্টুকে সাংগঠনিক সম্পাদক, এডভোকেট এস.এম মনিরুজ্জামানকে কোষাধ্যক্ষ করে ২০১ সদস্য বিশিষ্ট গৌরনদী-আগৈলঝাড়া ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়।