জেলা আইনজীবি সমিতির নির্বাচনে গিয়াস সভাপতি-নির্বাচিত

ও বামপন্থী সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ সভাপতিসহ ২০ পদে বিজয়ী হয়েছে। বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাধারন সম্পাদকসহ তিনটি পদে জয়ী হয়েছে। ঘোষিত ফলাফলে ৩৩৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সম্মিলিত আইনজীবী পরিষদ’র এড. গিয়াস উদ্দিন কাবুল। তার প্রতিদ্বন্দী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এড. আব্দুর রহিম খান বাদশাহ পেয়েছেন ২৭৫ ভোট। সাধারন সম্পাদক হিসেবে ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এড. আবুল কালাম আজাদ (১)। সম্মিলিত আইনজীবী পরিষদ’র এড. লস্কর নুরুল হক পেয়েছেন ২৭৮ ভোট এবং স্বতন্ত্র বিদ্রোহী এড. দেলোয়ার হোসেন দিলু পেয়েছেন ৪০ ভোট । মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হলেও বুধবার সন্ধ্যা ৬টায় ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বামপন্থী সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ এবং বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নামে দুইটি প্যানেল অংশগ্রহন করে। এছাড়াও একমাত্র সাধারন সম্পাদক পদে উভয় প্যানেলের প্রার্থী ছাড়াও এড. দেলোয়ার হোসেন দিলু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেন। তিনি বরিশাল জেলা বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের সাধারন সম্পাদক। এড. দেলোয়ার হোসেন দিলু স্বতন্ত্র পদে প্রতিদ্বন্ধিতা করলেও তিনি বিদ্রোহী ছিলেন। মোট ২৩টি পদে উভয় প্যানেলের ৪৮ প্রার্থী এবং সাধারন সম্পাদক একজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৯ জন প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এড, মোস্তাফিজুর রহমান নওশের জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির প্রধান কার্যালয়ে ৫টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এরমধ্যে দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহৃ বিরতি ছিল। মোট ৬৯২ ভোটারের মধ্যে ৬৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-সহসভাপতি পদে সম্মিলিত আইনজীবী পরিষদ’র  এড. ডিকে চ্যার্টাজি ও এড. আবুল কালাম আজাদ (৪)। যুগ্ম সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী পরিষদ’র এড. মোহাম্মদ কাইউম খান কায়ছার ও এড. বশির আহম্মেদ সবুজ। অর্থ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী পরিষদ’র এড.মোহাম্মদ মামুনুর রশিদ। কার্যকরি কমিটির সদস্য পদে সম্মিলিত আইনজীবী পরিষদ’র এড. উম্মে আসমা শেলী, এড. একেএম আরিফুর রহমান খান, এড মোঃ মিজানুর রহমান টিটু ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এড. সাইফুল আলম চাঁন। নির্বাচন উপ-পরিষদ পদে সম্মিলিত আইনজীবী পরিষদ’র এড. সবুর আহম্মেদ, এড. মজিবুর রহমান (২), এড. ভানু রঞ্জন দাস, এড. বাহাদুর শাহ ও এড. মোহাম্মদ ফিরোজ মাহমুদ খান। লাইব্রেরী উপ-পরিষদ পদে সম্মিলিত পরিষদের এড. শাহ বাহাউদ্দিন আহম্মেদ খসরু, এড. মোহাম্মদ নিয়াজ মাহমুদ খান ও এড. শহীদ আসগর খান বাবুল। ভিজিল্যান্স উপ-পরিষদ পদে সম্মিলিত পরিষদের এড. মোঃ শামসুদ্দিন, এড. মোঃ তোফাজ্জেল হক চৌধুরী, এড. আবুল কাসেম মিয়া, এড. দীপক লাল দত্ত ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এড. মোখলেচুর রহমান বাচ্চু নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন আহবায়ক এড, মোস্তাফিজুর রহমান নওশের, যুগ্ম আহবায়ক এড. এসএম ফেরদৌস রিপন, এড. দেবাশিষ রায়, এড.আজাদ রহমান ও এড.এমএ জলিল। উল্লেখ বছর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ১৯ টি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং ৪টি পদে আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী বিজয়ী হয়েছিলেন।