আগৈলঝাড়ায় ১২ বছর পর ওয়ারেন্টের আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতাঃ মামলা দায়েরের পর পুলিশের গ্রেফতার আতংকে প্রবাসে পাড়ি জমিয়েও শেষ রক্ষা হয়নি। দীর্ঘ ১২ বছর পর দেশে এসে অবশেষে বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশের হাতে গ্রেফতার হতে হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের নিতাই শীলের পুত্র গোপাল শীলের (৪০) বিরুদ্ধে দীর্ঘ একযুগ পূর্বে তার মামা অভিনাষ চন্দ্র শীল একটি মারামারির মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশের গ্রেফতার আতংকে তৎকালীন সময় গোপাল শীল অতিগোপনে কাতার-এ পাড়ি জমান। দীর্ঘ একযুগ পর গত ৩ অক্টোবর সে দেশে আসেন। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই আক্তার হোসেন নিজবাড়ি থেকে গোপাল শীলকে গ্রেফতার করেন।