ঝালকাঠিতে প্রবাসীর কন্যাকে অপহরনের অভিযোগ

বরিশাল প্রতিনিধি ॥ ঝালকাঠির কৃর্তিপাশা থেকে সৌদি প্রবাসী  শেখ শরিফুল ইসলামের কন্যা ঝালকাঠি মহিলা কলেজের ছাত্রী সেতুকে অপহরন করা হয়েছে। ঝালকাঠি থেকে রিক্সায় কৃর্তিপাশা বাড়ি ফেরার পথে তাকে অপহরন করা হয়। এ ব্যাপারে সেতুর মা মুক্তা বেগম বাদী হয়ে কৃর্তিপাশার গবিন্দধবল গ্রামের রিপন , মান্টু ও মনির হোসেন নামে ৩ জনের বিরুদ্ধে ঝালকাঠি থানায় রবিবার রাতে অপহরন মামলা দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরের নেতৃত্বে পুলিশ ভান্ডারিয়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সেতুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। মামলার বাদী মুক্তা বেগম অপহরনের পূর্বে সেতুকে বহন করা রিক্সা চালকের বরাত দিয়ে জানান, শনিবার আনুমানিক সাড়ে ৪ টায় জোর পূর্বক সেতুকে রিক্সা থেকে রিপন ও মান্টু একটি সাদা প্রাইভেট গাড়ীতে উঠিয়ে ভান্ডারিয়ার দিকে নিয়ে যায়। তিনি জানান, অপহরনকারী রিপন বেশ কিছু দিন থেকে সেতুকে বিয়ের প্রস্তাব দিয়ে ব্যার্থ হওয়ায় এই ঘটনা ঘটিয়েছে। মুক্তা বেগম আরো জানান, সেতুকে অপহরন করে নিয়ে জোর পূর্বক রিপনকে বিয়ে করতে বাধ্য করতে না পারায় এখনো তাকে অজ্ঞাত স্থানে আটক রাখা হয়েছে। তবে আসামীদের স্বজনরা দাবী করেছে, কলেজ ছাত্রী মুক্তার সাথে রিপনের দীর্ঘ দিন ধরে এক প্রকারে স্বামী-স্ত্রীর মতো বসবাস করে আসছে। কিন্তু কিছু দিন পূর্বে তার মায়ের সাথে রিপনের অবৈধ পরকিয়া সম্পর্কের ঘটনা তার কাছে হাতেনাতে ধরা পরায় তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় এ মান-অভিমানের ঘটনা ঘটেছে।