বরিশালে সর্বহারা পরিচয়ে ২০স্বর্ণ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি

নিজস্ব সংবাদদাতা ॥ সর্বহারা জিয়া গ্রুপের সদস্য পরিচয় দিয়ে বরিশাল নগরীর কাটপট্টি রোডের ২০ জুয়েলারীতে চাঁদার দাবিতে হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় জুয়েলারী ব্যবসায়ীরা সোমবার সকালে কোতোয়ালী মডেল থানায় সাধারন ডায়েরী করেছেন।

স্বর্ণ ব্যবসায়ী ও মঈন জুয়েলার্সের স্বত্তাধীকারি শেখ মামুনুর রশিদসহ অন্যান্য ব্যবসায়ীরা জানান, রবিবার (২৫ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত (০১৯৬০-৭৬৮৫৭৭) মোবাইল নম্বর থেকে এক ব্যক্তি নিজেকে সর্বহারা জিয়া গ্র“পের আঞ্চলিক নেতা পরিচয় দিয়ে নগরীর কাটপট্টি রোডের মঈন জুয়েলার্স, দীপা জুয়েলার্স, তৃপ্তি জুয়েলার্স, অলংকার নিকেতন, এ রহমান এন্ড সন্স জুয়েলার্স, ঊষা জুয়েলার্স, মৌসুমী জুয়েলার্সসহ ২০টি জুয়েলারী প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দিলে বোমা মেরে ব্যবসা প্রতিষ্ঠান উড়িয়ে দেয়াসহ ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দেয়া হয়। এ ঘটনায় মঈন জুয়েলার্সের স্বত্তাধীকারি শেখ  মামুনুর রশিদ, দীপা জুয়েলার্সের স্বত্তাধীকারি খোকন কর্মকার, অলংকার নিকেতনের স্বত্তাধীকারি শিশির কর্মকারসহ ১০ ব্যবসায়ী গতকাল সোমবার সকালে কোতোয়ালী মডেল থানায় সাধারন ডায়েরী করেছেন।