প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বরিশাল আসছেন

নিজস্ব সংবাদদাতা ॥ আজ বরিশাল আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরন করে নিতে পুরো বরিশাল এখন প্রস্তুত। ব্যাপক নিরাপত্তা বেষ্টনী দিয়ে পুরো নগরী এখন প্রধানমন্ত্রীর অপেক্ষায়। নগরীর রাস্তাঘাট পরিস্কার- পরিচ্ছন্নাতা সহ নানান সাজ-সজ্জায় পরিপূর্ণ। গুরুত্বপূর্ণ সড়ক সহ প্রত্যেক পাড়া-মহল্লায় নানান রংয়ের বিলবোর্ড, ফেস্টুন ও তোরণ শোভা পাচ্ছে।

আজ সকাল ৯টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওয়ানা দিবেন। তিনি ১০ টা ১০ মিনিটে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে নির্মিত হ্যালিপ্যাডে অবতরণ করবেন। এরপর বরিশাল মুক্তিযোদ্ধা পার্কের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল লঞ্চ ঘাটে নব-নির্মিত দ্বিতল টার্মিনাল ভবনের শুভ উদ্বোধন, মেরিন একাডেমীর ভিত্তি প্রস্তুর স্থাপন ও নগরীর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেণ। এরপর প্রধানমন্ত্রী সার্কিট হাউজের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। দুপুর ১২টায় সার্কিট হাউজে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সাক্ষাত ও দুপুর সাড়ে ১২টায় জেলার সার্বিক উন্নয়ণ সম্পর্র্কে জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। দুপুর ২টায় বঙ্গবন্ধু অডিটরিয়াম এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বঙ্গবন্ধু উদ্যানের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। বিকেল ৩টায় জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন।

এদিকে বঙ্গবন্ধু উদ্যানের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত করার সকল প্রস্তুত সম্পন্ন করা হয়েছে। গতকাল ১৪ দল আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা জানান। সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডঃ ইউসুফ হোসেন হুমায়ন, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সিটি মেয়র শওকত হোসেন হিরন, সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আব্দুল¬াহ, আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ জানান প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরন হতে চলেছে। প্রধানমন্ত্রী আধুনিক নৌবন্দরের উদ্বোধন, মেরিন একাডেমীর ভিত্তিপ্রস্তর সহ উন্নয়নমূলক কার্যক্রম শেষে লাখো জনতার মাঝে বঙ্গবন্ধু উদ্যানে প্রধান অতিথির বক্তৃতা করবেন। তার আগমন উপলক্ষে গত কয়েক দিন যাবত কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এখানে কাজ করছেন। নগরীতে ব্যাপক মাইকিং সহ নানান প্রচার-প্রচারনা করা হয়েছে।

আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তারা দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছেন। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে নগরীতে সিটি কর্পোরেশনের কর্মীরা দিন-রাত সমান তালে সড়ক উন্নয়ণ সহ নগরী পরিস্কার-পরিচ্ছন্ন করে যাচ্ছেন।