বরিশাল পুলিশ হঠাৎ করে বন্ধ করে দিয়েছে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ

নিজস্ব সংবাদদাতা ॥ ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখিয়ে রবিবার বিকেলে হঠাৎ করে বরিশাল থেকে ঢাকাগামী সব লঞ্চ বন্ধ করে দিয়েছে পুলিশ। হঠাৎ করে বরিশালে ঘাট থেকে ঢাকাগামী সব লঞ্চ বন্ধ ঘোষনা দিয়ে লঞ্চগুলো সরিয়ে মাঝ নদীতে পাঠিয়ে দেয়ায় ঢাকাগামী যাত্রীদের সীমাহীন দুর্ভোগে পরতে হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহেদুজ্জামান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে ঢাকাগামী সকল লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে অন্য রুটে লঞ্চ চলাচলে বাঁধা নেই বলেও তিনি উল্লেখ করেন। বরিশাল আবহাওয়া কার্যালয়ের সিনিয়র অবজারবার (পর্যবেক্ষক) প্রণব কুমার রায় জানান, রবিবার লঞ্চ চলাচলের জন্য কোনো সতর্ক সংকেত নেই। আবহাওয়া স্বাভাবিক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বরিশাল নৌ-বন্দরের সহকারী নৌ-কর্মকর্তা বশির আলী খান বলেন, আমাদের কোনো নির্দেশনা নেই। পুলিশ লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে।

বিএনপির একটি সূত্রে জানা গেছে, আজ সোমবার নয়া পল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশ রয়েছে। এরআগে গত ১২ মার্চ বিএনপির ঢাকা চল কর্মসূচীর আগে সারাদেশ থেকে ঢাকাগামী বাস ও নৌ-যান বন্ধ করে দেয়া হয়েছিলো।