বরিশালে মসজিদের কমিটি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা মামলায় পিতা-পুত্রের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের হিজলা উপজেলায় মসজিদের কমিটি নিয়ে বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় এক সদস্য নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পিতা-পুত্রকে দন্ড দিয়েছে আদালত। এছাড়াও অভিযোগ প্রমানিত না হওয়ায় ওই মামলায় তিন ভাইকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বুধবার বিকেলে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম সলিম উল্ল্যাহ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন-হিজলা উপজেলার চর আবুপুর গ্রামের আব্দুর রশিদ হাওলাদার ও তার পুত্র মোকসেদ হাওলাদার। আদালতের রায়ে পিতা আব্দুর রশিদ হাওলাদারকে সাত বছর সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে এবং পুত্র মোকছেদ হাওলাদারকে দুই বছর সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের দন্ডাদেশ দেয়া হয়েছে। খালাসপ্রাপ্ত তিন ভাই হলেন-নাজির হাওলাদার, জহির হাওলাদার ও কবির হাওলাদার।

মামলার এজাহারে জানা গেছে, চর আবুপুর গ্রামের পঞ্চগানা মসজিদের কমিটি নিয়ে একই এলাকার ইউসুফ বেপারীর সাথে আব্দুর রশিদ হাওলাদারের বিরোধ চলে আসছিলো। ২০০৭ সনের ৩ সেপ্টেম্বর মসজিদের কমিটি গঠন নিয়ে এক সভা হয়। ওই সভায় ইউসুফ বেপারী ও রশিদ হাওলাদারের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে রশিদ ও তার লোকজনে ইউসুফকে কুপিয়ে গুরুতর জখম করে। মুর্মুর্ষ অবস্থায় স্থানীয়রা ইউসুফ বেপারীকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এই ঘটনায় ৪ সেপ্টেম্বর ইউসুফ বেপারীর পুত্র জাহাঙ্গীর বেপারী বাদি হয়ে হিজলা থানায় মামলা দায়ের করেন।