পশ্চিম রামেরকাঠীতে শিক্ষিকার বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুট ॥ আহত-৩

নিজস্ব সংবাদদাতা ॥ উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের প্রত্যন্ত পশ্চিম রামেরকাঠী গ্রামের এক প্রধান শিক্ষিকার বসত ঘরে বৃহস্পতিবার সন্ধ্যায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজনে। এসময় ওই ঘর থেকে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন তিনজন। আহতদের হাসপাতালে নিতে বাঁধা প্রদান করে বাড়িতেই অবরুদ্ধ করে রাখা হয়েছে।

হামলায় আহত পশ্চিম রামেরকাঠী রেজিষ্টারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গীতা রানী বরকন দাস অভিযোগ করেন, তার স্বামী সুভাষ চন্দ্র হালদারের সাথে পাশ্ববর্তী বাড়ির সুধাংশ হালদারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সুধাংশ ও তার ভাড়াটিয়া সুশান্ত বাড়ৈ, সবুজ হালদার, শোভনসহ ১০/১২ জন সন্ত্রাসীরা অর্তকিত ভাবে তাদের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। হামলাকারীরা তাদের ঘরে থাকা জমি বিক্রির নগদ দেড় লক্ষ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। হামলায় গৃহকর্তা সুভাষ চন্দ্র হালদার, গৃহকত্রী প্রধান শিক্ষিকা গীতা রানী বরকন দাস ও তাদের পুত্র এসএসসি পরীক্ষার্থী অনিক হালদার গুরুতর জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় হামলাকারীরা বাঁধার সৃষ্টি করে আহতদের বাড়িতেই অবরুদ্ধ করে রাখে।