খালেদার বক্তব্য প্রত্যাহারের দাবিতে উত্তাল বরিশাল

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে বিএনপির জনসভায় (গত ১৯ নবেম্বর) বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যের প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

গতকাল বৃহস্পতিবার ও বুধবার রাতে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপিকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ছাত্রলীগের নেতা-কর্মীরা জনসভা উপলক্ষে সব ধরনের সহযোগীতা করেছে। কোন রকম বাঁধা কিংবা অসহযোগীতার অভিযোগ খোঁদ বিএনপি নেতারাও করতে পারেননি। অথচ এসবের বিনিময়ে ধন্যবাদ দেয়া তো দূরের কথা উল্টো ছাত্রলীগকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেত্রী। বক্তারা আরো বলেন, খালেদা জিয়া বারবার মিথ্যাচার করে জাতির সাথে বেঈমানী করেছেন। বিএনপির আগে জন্ম নেয়া দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিয়ে খালেদা জিয়া মিথ্যাচার করে বাংলাদেশের সকল সোনালী অর্জনের ইতিহাসকে কলঙ্কিত করেছেন। বক্তারা খালেদা জিয়ার মিথ্যাচারের বক্তব্যকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। নতুবা কঠোর কর্মসূচীরও হুমকি দেন। প্রতিবাদ সভায় জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিবাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, ভিপি মঈন তুষার প্রমুখ। অপরদিকে বৃহস্পতিবার সকালে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।