জানাজা চলাকালীন বোমার বিকট শব্দে এলাকা প্রকম্পিত – গৌরনদীতে অভ্যন্তরীন বিরোধে ছাত্রলীগ নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা ॥ অভ্যন্তরীন কোন্দলের জেরধরে বরিশালের গৌরনদীতে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ছাত্রলীগ নেতার জানাজার নামাজ চলাকালীন সময় অদূরেই একটি শক্তিশালী বোমার বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এসময় জানাজার নামাজে উপস্থিত অধিকাংশদের মধ্যেই আতংক ছড়িয়ে পরে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত নয়টার দিকে। সূত্রমতে, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সান্টু ভূঁইয়া ও সহসভাপতি লুৎফর রহমান দিপের মধ্যে দীর্ঘদিন থেকে নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীন বিরোধ চলে আসছিলো। সোমবার সন্ধ্যায় দিপের সমর্থক ছাত্রলীগ নেতা রুবেল সরদার ও তার সহযোগীরা পরিকল্পিত ভাবে সান্টুর সমর্থক রবিউল খানকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এ ঘটনার জেরধরে ওইদিন রাতে উভয়গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, রক্তক্ষয়ী সংঘর্ষ, বোমাবাজি ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়গ্র“পের কমপক্ষে ১৫ জন আহত হয়। গুরুতর আহত দিপের সমর্থক রুমান ফকিরকে প্রথমে গৌরনদী পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ওইদিন রাতেই রুমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে রুমান মারা যায়। এ ঘটনায় নিহত রুমানের বিধবা মা শামীমা বেগমকে বাদি করে ১৫ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় পুলিশ সান্টু ভূঁইয়া ও ছাত্রলীগ কর্মী সাদ্দাম হোসেনকে ঘটনারদিন রাতে গ্রেফতার করে পরেরদিন মঙ্গলবার ভোরে আদালতে প্রেরন করে। এ ঘটনার পর পরই সান্টুর সমর্থকেরা গ্রেফতার আতংকে নিজ নিজ এলাকা ছেড়ে আত্মগোপন করে।

নাম প্রকাশ না করার শর্তে জানাজার নামাজে উপস্থিত সুশীল সমাজের একাধিক ব্যক্তিরা জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে নিহত ছাত্রলীগ নেতা রুমানের প্রথম জানাজার নামাজ গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ ছাত্রলীগ কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষ হওয়ার প্রাক্কালে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা ব্রীজের সন্নিকটে একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। বোমার বিকট শব্দে জানাজার নামাজে উপস্থিতি ও এলাকাবাসির মধ্যে আতংক ছড়িয়ে পরে। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কোন আলামত কিংবা কাউকে আটক করতে পারেনি।

গৌরনদীতে অভ্যন্তরীন বিরোধে ছাত্রলীগ নেতা নিহত - জানাজা চলাকালীন বোমার বিকট শব্দে এলাকা প্রকম্পিত