বরিশালে যুবতীর শ্লীলতাহানীর মূল্য ১৫ হাজার টাকা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার আউয়ার গ্রামের এক দিনমজুরের যুবতী কন্যার শ্লীলতাহানীর মূল্য নির্ধারন করা হয়েছে ১৫ হাজার টাকা। গ্রাম্য শালিসের মাধ্যমে ওই জরিমানার পুরো টাকা আত্মসাত করে যুবতী ও তার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার আউয়ার গ্রামের এক দিনমজুরের যুবতী কন্যাকে (১৮) গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশ্ববর্তী বাগানে নিয়ে শ্লীলতহানী করে পাশ্ববর্তী করফাকর গ্রামের মতিয়ার রহমানের পুত্র আবু তালেব (৩০)। এ ঘটনা স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। এ নিয়ে গত ২৮ ডিসেম্বর রাতে আউয়ার গ্রামের প্রভাবশালী ওসমান সরদার ও করফাকর গ্রামের আব্দুস সালাম হাওলাদারের নেতৃত্বে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আবু তালেবকে ১৫ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়। যুবতীর পিতা শমসের আলী অভিযোগ করেন জরিমানার পুরো টাকা সমাজপতিরাই আত্মসাত করেছে। আত্মসাতের অভিযোগ অস্বীকার করে ওসমান সরদার ও আব্দুস সালাম সালিশ বৈঠকের কথা স্বীকার করেছেন।