সওজ’র দায়িত্ব অবহেলায় পয়সারহাট নদীতে কোটি টাকার ফেরী প্লান্টুন নষ্ট হয়ে যাচ্ছে

ওইসময় পূর্ব পাড়ের প্লান্টুনটি স্থানীয়রা একটি গাছের সাথে বেঁধে রেখেছিল। বর্তমানে একটি ফেরী ও একটি প্লান্টুন নদীর পূর্ব পাড়ের একটি ডোবায় অরক্ষিত অবস্থায় রয়েছে। যা ইতোমধ্যে অর্ধেকের বেশী মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। এ সুযোগে স্থানীয় সংঘবদ্ধ চোরের দল কোটি টাকার ফেরীর মালামাল রাতের আধারে চুরি করে নিয়ে যাচ্ছে। এছাড়াও সন্ধ্যার পরে অরক্ষিত ফেরীটিতে বসে বখাটেদের জমজমাট মাদকের আড্ডা। সওজের  কর্মকর্তাদের উদাসীনতা ও দায়ীত্বহীনতার কারনে সরকারের কোটি টাকার সস্পদ নষ্ট হলেও তা উদ্ধারের জন্য নেই কোন উদ্যোগ। সরেজমিনে দেখা গেছে স্থানীয় বালু ব্যবসায়ী আবুল মিয়া ব্যবসার জন্য  বালু উত্তোলন করে ফেরীটির অর্ধেক ঢেকে রেখেছে।