ষড়যন্ত্রের নাও পাহাড় বাইয়্যা যায়…

দেয়া হয়েছে সাংসদের বিরুদ্বে মামলা করার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেয়ার জন্যে। একই নির্দেশে বলা হয়েছে কাজ করতে গেলে সাংসদদের ছোটখাট ভুল হতেই পারে। এ ধরনের ছোটখাট ভুলের জন্যে মামলা করার আগে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করারও নাকি প্রয়োজন ছিল। সাংসদের বিরুদ্বে ট্রাফিক সার্জেন্ট কার প্ররোচনায় মামলা করেছিল তার তদন্তের জন্য নির্দেশ গেছে পুলিশ আইজির কাছে। সন্দেহ নেই এখানেও সন্ধান করা হবে যুদ্ধাপরাধী বিচার কাজে বিরোধী দলের বাধার ষড়যন্ত্র।

দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের সোনার ছেলেদের হাতে পুলিশ বাহিনী নিগৃহীত হওয়ার কাহিনী এখন আর পত্রিকায় আসে না। শুধু পুলিশ নয় সাংবাদিকরাও রেহাই পাচ্ছে না সোনার ছেলেদের রূপালী কাহিনী সংবাদ মাধ্যমে প্রকাশ করে। অবশ্য লীগের এ ধরনের ছোটখাট ভুলের জন্যে সরকারের কোন পর্যায় হতেই নির্দেশ যায় না আইজি অফিসে। মন্ত্রী আর সাংসদ বানানোর কারিগর ছাত্রলীগের এসব সন্মানিত সদস্যদের সন্মান আইনী প্রটেকশন নিশ্চিত করার দাবি জানানোর জন্যেই আমার লেখা। চাইলে এখানেও পাওয়া যাবে নিজামী-মুজাহিদীদের বাচানোর ষড়যন্ত্র। সমীকরণের বাকি অংশটা সমাধানের ভার পাঠকদের উপরই ছেড়ে দিলাম।

 

লিখেছেন : ওয়াচডগ

Cartoon Source: Prothom-Alo.com