Menu Close

বড়কসবা আবাসন প্রকল্প পরিদর্শনে গৌরনদীর উপজেলা নির্বাহী অফিসার

Borokoshba gram baashonoprokolpo uno 16 03 2021

বরিশালের গৌরনদী পৌরসভার বড়কসবা গ্রামের আবাসন প্রকল্পে বাসিন্দাদের বসত ঘর, যাতায়তের জন্য একমাত্র সড়কটির বেহাল অবস্থায় রয়েছে। এ ছাড়া আবাসনে বসবাসরত শিশুদের পাঠদানের ব্যবস্থা না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যহতসহ নানা দূর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের।

এসব দুভোর্গের খবর শুনে মঙ্গলবার সকালে আবসনটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় তিনি বাসিন্দারের নানাদুর্ভোগের কথা শুনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

Related Posts